Last Updated: Wednesday, July 31, 2013, 10:04
জন্মেই একটু অন্যরকম রেকর্ড গড়ে ফেলল জার্মানির সদ্যোজাত জাসলিন। জন্মের পর ডাক্তাররা জাসলিনের ওজন মাপতেই অবাক হয়ে গেলেন। জার্মানির সেই সদ্যোজাতর ওজন ১৩.৪৭ পাউন্ড ( ৬ কিলো)। কন্যা শিশু জাসলিন ২২.৬ ইঞ্চি লম্বা। জাসলিনই এখন `সিজার` ছাড়া জন্মানো বিশ্বের সবচেয়ে ভারী কন্যা শিশু। জেসলিন এবং তাঁর মা এখন বেশ ভালই আছে।