Bagnait - Latest News on Bagnait| Breaking News in Bengali on 24ghanta.com
আবারও বিবাদে আরাবুল

আবারও বিবাদে আরাবুল

Last Updated: Saturday, August 18, 2012, 15:09

ফের কাঠগড়ায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এবার গ্রাম্য বিবাদের জেরে কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল ভাঙরের এই দাপুটে নেতার বিরুদ্ধে। জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক সমস্যার কারণে গ্রাম্য বিবাদে জড়িয়ে পড়েন বাগানাইট গ্রামের এক মহিলা। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগে সরব হয় বাগানাইট গ্রাম এবং পাশের গ্রাম মরিয়া গোবিন্দপুরের বাসিন্দাদের একাংশ। আজও মহিলার পরিবারের সঙ্গে গ্রামের বাসিন্দাদের  বচসা বাধে। অভিযোগ, এরপরেই ওই মহিলার হয়ে বচসায় জড়িয়ে পড়েন আরাবুল ইসলাম। আরাবুলের নির্দেশে তাঁর অনুগামীরা গ্রামে গিয়ে বাসিন্দাদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ।