Last Updated: Tuesday, October 18, 2011, 12:30
অমর সিংয়ের জামিন আবেদন সংক্রান্ত রায় ঘোযণা স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। ২০০৮ সালে লোকসভার আস্থাভোট পর্বে ঘুষকাণ্ডের দায়ে অভিযুক্ত সমাজবাদী পার্টির বহিষ্কৃত রাজ্যসভা সাংসদ নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন পেশ করেছিলেন।