Baji Bazar - Latest News on Baji Bazar| Breaking News in Bengali on 24ghanta.com
দীপাবলির রঙে সাজছে শহর, জমজমাট বাজি বাজারও

দীপাবলির রঙে সাজছে শহর, জমজমাট বাজি বাজারও

Last Updated: Sunday, November 11, 2012, 18:49

আলোর উত্‍সব দীপাবলি আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। এরপরই শুরু দীপাবলি। আর এই উত্সবকে ঘিরে এখন থেকেই সাজোসাজো রব তিলোত্তমা জুড়ে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল। বাড়িতে আলো দেওয়ার জন্য টুনি লাইট তো আছেই সাবেকি মোমবাতি, প্রদীপেরও বিক্রি হচ্ছে বেশ রমরমিয়ে। দুর্গাপুজোর মত কালিপুজোতে শহরের বিভিন্ন মণ্ডপে থিমের জোয়ার।