Bal Thackrey - Latest News on Bal Thackrey| Breaking News in Bengali on 24ghanta.com
ফেসবুক ইস্যুতে মামলা প্রত্যাহারের নির্দেশ আইজির

ফেসবুক ইস্যুতে মামলা প্রত্যাহারের নির্দেশ আইজির

Last Updated: Friday, November 23, 2012, 20:09

বাল ঠাকরের মৃত্যুতে বন্‍ধ নিয়ে ফেসবুক ইস্যুতে রিপোর্ট পেশ করলেন কোঙ্কনের ইন্সপেক্টর জেনারেল। রিপোর্টে তিনি বলেছেন, শাহিন ধাদা ও তাঁর বন্ধু রেণু শ্রীনিবাসকে গ্রেফতার করে পুলিস আইনবিরুদ্ধ কাজ করেছে। ওই ঘটনায় জরিত পুলিস কর্মীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিতেও রিপোর্টে বলেছেন তিনি।