Last Updated: Friday, January 17, 2014, 18:32
করণ জোহরের সঙ্গে তিনটি ছবি সই করলেন টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। `বালিকা বধূ`র শিব হিসেবেই ইনি পরিচিত ভারতীয় দর্শকের কাছে। তিনটি ছবির মধ্যে প্রথম ছবি হাম্পটি শর্মা কি দুলহনিয়া ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। বরুণ ধাওয়ান ও আলিয়া ভটের সঙ্গে এই ছবিতে থাকবেন সিদ্ধার্থ।