Last Updated: Monday, July 14, 2014, 23:34
পরিবহণ মন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করে ফের ট্যাক্সি চালকের দৌরাত্ম্য। এবার বালি হল্ট স্টেশনের কাছে মহিলাকে জোর করে ট্যাক্সিতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে চালক অজয় ঝা এবং তাঁর সহকারী রোহিত লিঙ্কাকে গ্রেফতার করেছে বালি থানার পুলিস।