Last Updated: Monday, December 5, 2011, 09:29
কিষেণজির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে ডাকা মাওবাদীদের বনধের দ্বিতীয় দিনে রাজ্যের জঙ্গলমহল এলাকায় আংশিক প্রভাব পড়ল। বনধ ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন। আজ পশ্চিম মেদিনীপুরের জামবনির ভাতরে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের।