Last Updated: Saturday, November 17, 2012, 20:49
৭৪ টা টেস্ট খেলা হয়ে গেল বাংলাদেশের। কিন্তু এরপরও টেস্ট জেতার নিয়মটা রপ্ত করতে পারল না ওপারের বাংলা। মীরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সাকিবরা হেরে গেলেন ৭৭ রানে। অথচ এই টেস্টে জয়ের দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের। টি টোয়েন্টি বিশ্বসেরাদের বিরুদ্ধে জিততে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে করতে হত ২৪৫ রান। কিন্তু এবারও বাংলাদেশের ব্যাটসম্যানরা অনিভজ্ঞতার পরিচয় দিলেন।