Last Updated: Tuesday, March 26, 2013, 13:16
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে ফরাসী সেনার গুলিতে মারা গেলেন দু`জন ভারতীয়। গুরুতর আহত আরও ছ`জন। বাঙ্গুই এয়ারপোর্টে দিকে দ্রুত গতিতে ছুটে আসা দুটি গাড়িতে গুলি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে খবর। গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের দখলে চলে গেছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকের বেশ কিছু অংশ। সে কারণে সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে।