Last Updated: Tuesday, June 10, 2014, 19:51
সাতদিনে প্রায় দশ লক্ষ টাকার জালিয়াতি। প্রতারিত তিন গ্রাহক। চিটফান্ড নয়, এই কেলেঙ্কারি এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। ইউবিআইয়ের মগরার ব্রাঞ্চে, তিন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ভুয়ো চেক দিয়ে তোলা হয়েছে লক্ষ লক্ষ টাকা। গাফিলতির কথা স্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার।