Last Updated: Monday, December 16, 2013, 17:10
আজ শুধু নির্ভয়ার দিন নয়। নির্ভয়ার আগেও অকালে ঝরে গিয়েছে অনেক লড়াকু প্রাণ। কেউ লড়াই চালিয়ে যাচ্ছেন এখনও, কেউ হার মেনেও লড়তে শিখিয়ে গিয়েছেন। কখনও প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ, কখনও নীরবেই শেষ হয়ে গিয়েছে লড়াই। আইনের বদল হয়নি সবক্ষেত্রে। কিন্তু, একটু একটু করে আইন বদলের বীজ বপন করে দিয়েছে সবকটি ঘটনাই। ১৬ ডিসেম্বর আমরা স্মরণ করছি সেইসব সাহসিনীদেরও।