Last Updated: Monday, March 3, 2014, 21:30
প্রতিবাদীকে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর জজ কোর্ট। মাদক পাচার এবং অসামাজিক কাজের প্রতিবাদ করায়, দুহাজার সাতের নভেম্বরে খুন হয়েছিলেন কাকালীঘাট মন্দিরের পাণ্ডা বাপি দাস। এলাকায় অসামাজিক কাজ এবং মাদক পাচারের বিরোধিতা করে সরব হয়েছিলেন তিনি।