Last Updated: Thursday, December 19, 2013, 12:30
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীর গলায় ছুরি চালাল এক যুবক। বুধবার সন্ধ্যার দিকে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে টিউশন পড়ে ফিরছিল শাওলী বিশ্বাস। সেই সময় এলাকারই যুবক শিশির বিশ্বাস হঠাত্ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ওই কিশোরীর ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএনবসু হাসাপাতালে ভর্তি ওই যুবক।