Last Updated: Thursday, September 20, 2012, 11:58
বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। বারাকপুর শিল্পাঞ্চলে পরিচিত কর্মব্যস্ত ছবি উধাও। রাস্তাঘাট শুনশান। বন্ধ বাস এবং ট্যাক্সি পরিষেবা। ট্রেন চললেও যাত্রী নেই। দোকানপাট বন্ধ। চটকল খোলা থাকলেও, ভারী শিল্পে মাত্র ৫০ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন।