Last Updated: Monday, March 24, 2014, 14:10
বিজেপির কোনও চেষ্টাই কাজে এল না। দলের অস্বস্তি বাড়িয়ে আজ নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন জসবন্ত সিং। রাজস্থানের বারমেড় লোকসভা আসন থেকে ভোটে লড়বেন বিজেপির এই বিক্ষুব্ধ নেতা। শুরু থেকেই নিজের পছন্দের আসন বারমেড় আসনে প্রতিদ্বন্দ্বিতায় অনড় ছিলেন জসবন্ত সিং।