Last Updated: Thursday, August 30, 2012, 18:08
সমাজের বিভিন্ন ক্ষেত্রের উজ্জ্বল কিছু ব্যক্তিত্বের সঙ্গে সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষের বিশেষ কীর্তি একই মঞ্চে তুলে ধরার নামই ২৪ ঘণ্টা `অনন্য সম্মান`। ২০০৮ সালের পয়লা বৈশাখের দিন যাত্রা শুরু অনন্য সম্মানের। প্রতি বছরই সাহিত্য, অভিনয়, ক্রীড়া, শিল্প-বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট কিছু মানুষের পাশাপাশি ২৪ ঘণ্টা সম্মানিত করে এমন কয়েকজনকে, যাঁরা কোনওভাবেই বিখ্যাত নন।