Last Updated: Thursday, February 27, 2014, 10:27
প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় ১৫০ জনেরও বেশি বিদ্রোহীর মৃত্যু হল সিরিয়ায়। দামাস্কাসের ঘৌতার পূর্বাঞ্চলে চালানো এই চোরাগোপ্তা হামলায় প্রায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। লেবাননের শিয়া দল হিজবুল্লাহ এই হামলায় নেতৃত্ব দেয়। হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওয় দেখা গেছে, ঘৌতার ওতাইব শহরের কাছের একটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।