Batanagar - Latest News on Batanagar| Breaking News in Bengali on 24ghanta.com
বাটানগরে জোড়া খুন

বাটানগরে জোড়া খুন

Last Updated: Wednesday, May 2, 2012, 12:06

জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাটানগরের হায়েতপুরে। মঙ্গলবার সন্ধেয় হায়েতপুরের ২৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এক তরুণী এবং তাঁর পিসির দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম অন্তরা নাহা ও শিবানী দে। ২ জনের দেহেই ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।