Last Updated: Friday, March 21, 2014, 14:06
সৌদি আরবের শতায়ু বৃদ্ধা ভিখারি মারা যাওয়ার পর তাঁর বিপুল গুপ্ত সম্পদের খোঁজ পাওয়া গেল। দীর্ঘ ৫০ বছরে ভিক্ষাবৃত্তির ফল স্বরূপ তাঁর ভাণ্ডারে সঞ্চিত হয়েছে বেশ কিছু সোনার মুদ্রা, বহু অলঙ্কার এবং ভূ-সম্পত্তি এবং মোটা ব্যাঙ্ক ব্যালেন্স।