Behala road conditio - Latest News on Behala road conditio| Breaking News in Bengali on 24ghanta.com
দু`দিনের বৃষ্টিতে ফের বেহাল বেহালার রাস্তা

দু`দিনের বৃষ্টিতে ফের বেহাল বেহালার রাস্তা

Last Updated: Monday, October 28, 2013, 20:37

খোয়া উঠে বড় বড় খানা-খন্দে ভরা রাস্তা। এই ছবি কলকাতা ও শহরতলির। দুর্গাপুজোর আগে তড়িঘড়ি প্যাচ-ওয়ার্ক করা হয়েছিল। কিন্তু পুজোর মরসুম মেটার আগেই রাস্তাঘাট ফিরে গেছে পুরনো ভাঙাচোরা অবস্থায়। ব্যতিক্রম নয় বেহালাও। টানা কয়েকদিনের বৃষ্টির পর মেঘ সরেছে কলকাতায়। কিন্তু দুর্ভোগ কমেছে কি?