Last Updated: Monday, January 9, 2012, 13:22
কলেজ হস্টেলে ঢুকে হামলা চালাল বহিরাগত একদল দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুরের কুমার হস্টেলে। এই হস্টেলে থাকেন কৃষ্ণনাথ কলেজের ছাত্রেরা। হামলায় এক ছাত্র চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহত ছাত্রের নাম হাসানুজ্জামান।