Last Updated: Thursday, April 18, 2013, 13:34
সোয়াইন ফ্লু সংক্রমণ নিয়ে বেলেঘাটা আই ডি-কে মডেল চিকিৎসাকেন্দ্র করার পরিকল্পনা করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে ভর্তি প্রৌঢ়ার সোয়াইন ফ্লু চিকিত্সাই এখন প্রশ্নের মুখে। সৌজন্যে হাসপাতালের পরিকাঠামো। এই মুহূর্তে ভেন্টিলেটরের প্রয়োজন ওই প্রৌঢ়ার। কিন্তু, হাসপাতালে এখন একটিও ভেন্টিলেটর নেই। সবকটিই নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে, এসএনসিওউ তৈরির জন্য। এখানেই শেষ না। ওই প্রৌঢ়ার ব্রঙ্কোস্কোপি করার প্রয়োজন। কিন্তু, বেলেঘাটা হাসপাতালে সেই পরিকাঠামোও নেই। সংক্রমণের আশঙ্কায় ব্রঙ্কোস্কোপি করানোর জন্য প্রৌঢ়াকে বেলেঘাটা আইডি হাসপাতালের বাইরেও নিয়ে যাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ওই প্রৌঢ়ার চিকিত্সা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।