Last Updated: Friday, April 19, 2013, 10:00
অবশেষে গ্রেফতার করা হল পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে। ইসলামাবাদের অদূরে মুশারফের খামার বাড়ি থেকে আজ পাক পুলিস তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার থেকে এই খামার বাড়িতেই গা ঢাকা দিয়ে ছিলেন মুশারফ। গতকাল মুশারফের অন্তর্বর্তী জামিনের সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ করে দেয় আদালত। এর পরেই নাটকীয় ভাবে কোর্ট চত্বর থেকেই গা ঢাকা দেন তিনি।