Last Updated: Saturday, October 27, 2012, 20:05
রবিবার রঞ্জি ট্রফির জন্য বাংলা দল নির্বাচন হবে। তার আগেই শিবশঙ্কর পালকে নিয়ে বাংলা কোচ ও অধিনায়কের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। শিবশঙ্কর পাল রঞ্জি ট্রফির সম্ভাব্য বাংলা দলে ছিলেন না। চোট থাকায় তাঁকে রাখা হয়নি। তবে সামি আমেদ চোট পাওয়ায় শিবশঙ্কর পালকে দেখে নেওয়ার জন্য নেটে ডেকে নেন নির্বাচকরা। কোচ ডব্লু ভি রমন যদিও এখনই দলে নিতে চান না শিবশঙ্করকে।