Bengali Festival - Latest News on Bengali Festival| Breaking News in Bengali on 24ghanta.com
সপ্তমীর জোয়ারে ভেসে মহানগরে জনসমুদ্র

সপ্তমীর জোয়ারে ভেসে মহানগরে জনসমুদ্র

Last Updated: Sunday, October 21, 2012, 10:08

শাস্ত্র মানলে পুজোর শুরু আজ সপ্তমী থেকেই। রবিবার দিনের শুরুটা হয়েছিল নবপত্রিকাস্নান আর প্রাণ প্রতিষ্ঠা করে। এরপর সব আচার নিষ্ঠাভরে পালন করে বাঙালি এখন প্যান্ডেলমুখি।
আর তাই একডালিয়া এভারগ্রিন থেকে সুরুচি সংঘ। বাগবাজার থেকে শোভাবাজার। বেহালা থেকে বড়িশা। খিদিরপুর থেকে মোমিনপুর। সব জায়াগায় এক ছবি। চিন্তা-উদ্বেগ দূরে সরিয়ে রেখে বাঙালি গা ভাসিয়েছে সপ্তমীর জোয়ারে।