Last Updated: Monday, August 20, 2012, 16:47
উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রকাশ্যে মুসলিমদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন তিনি। এবার মুদ্রাস্ফীতি সমস্যাকে `কৃষক-স্বার্থের অনুকূল` বলে বর্ণনা করে ইউপিএ সরকারের অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা।