Last Updated: Friday, October 5, 2012, 11:50
গত তিরিশে সেপ্টেম্বর ঘটা করে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল ডানলপ ভগত্ সিং উড়ালপুলের। কিন্তু সপ্তাহ ঘুরে গেলেও এখনও চালু হয়নি উড়ালপুল। স্থানীয়
বাসিন্দাদের আশা ছিল উড়ালপুল চালু হলে নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবেন তারা। কিন্তু এখনও উড়ালপুলের কাজ চলায় স্বভাবতই আশাহত হয়েছেন তাঁরা। যদিও
পুরসভার আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে উড়ালপুল। কিন্তু পুরসভার আশ্বাসের উপর আর খুব একটা ভরসা করতে পারছেনা স্থানীয় বাসিন্দারা।