Last Updated: Tuesday, June 26, 2012, 15:58
গোটা বলিউড মাতিয়ে দিল এষার সঙ্গীত। কমলা-লাল লেহেঙ্গা চোলিতে সজ্জিতা এষা, পাশে নীল শেরওয়ানিতে ভরত তখতানি। বলিউডের আরও একটা বিগ ফ্যাটের ওয়েডিংয়ের সূচনাপর্বে নাচের তালে পা মেলাল টিনসেল টাউন। তবে সারাক্ষণই প্রায় নিজেদের মধ্যেই মত্ত ছিলেন লাভবার্ডস জুটি এষা-ভরত।