Last Updated: Monday, June 11, 2012, 14:29
মুখ্য নির্বাচন কমিশনার পদে আজ দায়িত্ব নিলেন ভীরাভলি সুন্দরম সম্পথ। দেশের অষ্টাদশ মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। ৬২ বছর বয়স্ক ভি এস সম্পথ ১৯৭৩ ব্যাচের আইএএস অফিসার। তাঁরই তত্ত্বাবধানে আগামী ২০১৪ লোকসভা নির্বাচন সম্পন্ন হবে।