Last Updated: Sunday, July 1, 2012, 12:50
বাঘিনীর অভাবে গভীর সঙ্কটের মুখে ব্যাঘ্র প্রজনন। ভোপালের বনবিহার ন্যাশনাল পার্কে পাঁচটি বাঘ থাকলেও, বাঘিনী রয়েছে মাত্র একটি। তারও বয়স হয়েছে। যার জেরে সমস্যা দেখা দিয়েছে ব্যাঘ্র প্রজননে। সঙ্কট কাটাতে জয়পুর বার ইন্দোর চিড়িয়াখানা থেকে বাঘিনী নিয়ে আসার কথা ভাবছে বনবিহার কর্তৃপক্ষ।