Last Updated: Wednesday, August 22, 2012, 18:55
এক সপ্তাহের সফরে মঙ্গলবার ভারতে আসছেন সুজুকি গাড়ি কোম্পানির কর্ণধার ওসামু সুজুকি। মানেসরে মারুতি কারখানার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি, তিনি বৈঠক করবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে। একমাস লক আউট থাকার পর গতকালই কড়া নিরাপত্তায় খুলেছে মারুতি কারখানা। শ্রমিক অসন্তোষের প্রাণঘাতী রূপ ইতিমধ্যেই দেখেছে হরিয়ানার মানেসরের মারুতি কারখানা। ১৮ জুলাই কারখানার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় ম্যানেজার শ্রেণির এক কর্মীর মৃত্যু হয়। আহত হন একশো কর্মী। এই ঘটনার জেরে গত ২১জুলাই থেকে কারখানার লক আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় একমাস লক আউট থাকার পর মঙ্গলবারই কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে মারুতি কারখানা।