Last Updated: Wednesday, July 10, 2013, 08:30
চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের ধারা অব্যহত রাখল ধোনিহীন ভারত। প্রায় অসাধ্যসাধন করে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে উঠল বিরাট কোহলির দল। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেতাবি লড়াইয়ে উঠে গেলেন কোহলিরা। প্রতিযোগিতার প্রথম দুটো ম্যাচে হেরে ভারত একসময় বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিল ভারত। কিন্তু পরের দুটো ম্যাচে বিরাট ব্যবধানে জিতে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠলেন কোহলিরা।