Bidhanbhavan - Latest News on Bidhanbhavan| Breaking News in Bengali on 24ghanta.com
প্রণবের জয়ে উত্সব বিধানভবনে

প্রণবের জয়ে উত্সব বিধানভবনে

Last Updated: Sunday, July 22, 2012, 21:00

প্রণব মুখোপাধ্যায়ের জয়ের খবরে সবুজ আবিরে ঢেকে গেল বিধানভবন চত্ত্বর। ডান-বাম দুই পক্ষ মিলে বঙ্গসন্তানকে পৌঁছে দিল রাইসিনা হিলে। এরাজ্য থেকে মোট ২৭৫ জন বিধায়কের ভোট পেয়েছেন প্রণব মুখার্জি। ৩ জল বিধায়কের ভোট গেছে এনডিএ প্রার্থী পি এ সাংমার পক্ষে।