Last Updated: Thursday, April 24, 2014, 07:00
# রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোট করানোই কমিশনের একমাত্র লক্ষ্য। আরও একবার একথা স্পষ্ট জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ। বুধবার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করলেও কমিশনের বিশেষ পর্যবেক্ষক বলেন, ভোটের আগে যে প্রস্তুতিই নেওয়া হোক না কেন, আসল পরীক্ষা ভোটের দিন। উত্তর ২৪ পরগনার মতো বড় জেলার ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।