Last Updated: Tuesday, December 17, 2013, 19:34
জামিন পেলেন বিগ বস সেভেন খ্যাত অভিনেতা আরমান কোহলি। আবার ঢুকলেন বিগ বস হাউসে। গতকাল রাতেই সহ প্রতিযোগী সোফিয়া হায়াতকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরমান কোহলিকে। তারপর থেকেই টিনসেল টাউন দাপিয়ে বেড়াচ্ছে আরমান কোহলির গ্রেফতার ইস্যু। পুলিসি জেরার সময় হায়াতের সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করে নিলেও তাকে শারীরিক নির্যাতনের কথা অস্বীকার করেন তিনি