Last Updated: Tuesday, December 17, 2013, 09:41
বিগ বস সেভেনে নয়া মোড়। প্রথম সিজন থেকেই টেলিভিশনের এই জনপ্রিয় রিয়্যালিটি শো এমনিতেই বিতর্কের শীর্ষে। এবার বাকি সব সিজনের রেকর্ড ভেঙে বিগ বস হাউস থেকে গ্রেফতার হলেন এই শো-এর অন্যতম প্রতিযোগী অভিনেতা আরমান কোহলি। তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁরই সহ-প্রতিযোগী সোফিয়া হায়াত। সোমবার লোনাভালা পুলিস তাঁকে গ্রেফতার করে।