Last Updated: Friday, August 30, 2013, 15:48
ধরা পরার প্রথম রাত। অস্বস্তিতে ঘুম এল না বছর ৩০-এর জঙ্গির। তখনও হয়ত অনেক অসম্পূর্ণ মিশনের ছক মাথায় ঘুরপাক খাচ্ছে ওর। পাটনার গোপন আস্তানায় মুজাহিদিন মাস্টার মাইন্ড দু`চোখের পাতা এক করতে পারেননি বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা।