Last Updated: Tuesday, March 26, 2013, 15:29
বাবার আসিফ আলি জারদারির সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে পাকিস্তান ছাড়লেন বিলাওয়াল ভুট্টো। ফলে আগামী সাধারণ নির্বাচনে এই স্টারকে বাদ দিয়েই প্রচারে নামবে পিপিপি। আপাতত তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির সদ্য নির্বাচিত প্যাট্রন ইন চিফ বিলাওয়ালের সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট জারদারি ও তাঁর বোন ফারিয়াল তালপুরের সঙ্গে মতনৈক্য চলছিল।