Last Updated: Wednesday, April 2, 2014, 23:43
অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সুগত বসুর পর এবার দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সভা করার অনুরোধ না রাখায় মঞ্চ ভাঙলেন তৃণমূল কর্মীরাই। পতাকা-ফেস্টুনও ছিঁড়ে দেওয়া হল। বীরভূমের কুশতোড় গ্রামে এই ঘটনা ঘটল আজ দুপুরে। কর্মিসভায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ।