Last Updated: Friday, May 23, 2014, 20:12
পুরুলিয়ার পাড়া ব্লকে মৃত্যুর মুখে কয়েকশ এমু পাখি। কয়েক বছর আগে পাড়া ব্লকে এমুর খামার তৈরি করেছিল একটি অর্থলগ্নি সংস্থা। কিছুদিন হল ওই সংস্থা ব্যবসা গুটিয়ে নিয়েছে। নেই খামার রক্ষণাবেক্ষণের কোনও কর্মীও। ফুসরাবাদ গ্রামে তারজালে ঘেরা খামারে অবহেলায় মৃত্যুর দিন গুনছে কয়েকশ এমু । পুরুলিয়ার পাড়া ব্লকের ফুসরাবাদ গ্রাম। দুহাজার বারোতে সানপ্যান্ট অ্যাগ্রো নামে একটি সংস্থা এই এলাকাতেই তৈরি করে এমু পাখির খামার। প্রায় চার বিঘা জমি উপর গড়ে ওঠা এই খামার ঘিরে সে সময় রীতিমতো স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ফুসরাবাদ গ্রামের মানুষ।