Birpara - Latest News on Birpara| Breaking News in Bengali on 24ghanta.com
পাখি দেখি, পাখি চিনি, এই স্লোগানেই ভিনদেশি পাখিদের স্বাগত জানাচ্ছে আলিপুরদুয়ার

পাখি দেখি, পাখি চিনি, এই স্লোগানেই ভিনদেশি পাখিদের স্বাগত জানাচ্ছে আলিপুরদুয়ার

Last Updated: Tuesday, February 11, 2014, 09:54

শীতের মরসুমে অতিথি এসেছে গ্রামে। এসেছে বহু দূর থেকে। দূর মানে সেই সূদূর রাশিয়া, ইউরোপ। তাদের দেখতে ভিড় জমাচ্ছেন উত্সাহীরা। তবে কোনও অভয়ারণ্যে নয়। গ্রামের বনবাদাড়, জলাভূমিতে চলছে পাখি দেখা। আলিপুরদুয়ারের চাঁপাতালি, বীরপাড়া এলাকায় গেলে এখন চোখে পড়বে এমনই দৃশ্য। গলায় ক্যামেরা ঝুলিয়ে, বাইনোকুলারে চোখ লাগিয়ে সবাই পাখি দেখতে ব্যস্ত।