Last Updated: Thursday, July 12, 2012, 14:56
পাঠভবনে ছাত্রী হেনস্থার ঘটনা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। দুপুর আড়াইটায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে যোগ দেওয়ার জন্য ছাত্রীর বাবা-মাকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবারই ছাত্রী হেনস্থার ঘটনায় অভিযুক্ত উমা পোদ্দারের পক্ষে পোস্টার দেয় পাঠভবনের ছাত্রছাত্রীরা। বুধবার বিশ্বভারতীয় ৩ সদস্যের এক তদন্তকারী দল ওই ছাত্রীর বাড়িতে দেখা করতে যান।