Bison attack - Latest News on Bison attack| Breaking News in Bengali on 24ghanta.com
বাইসনের হামলায় শ্রমিক মৃত্য, রণক্ষেত্র চা বাগান

বাইসনের হামলায় শ্রমিক মৃত্য, রণক্ষেত্র চা বাগান

Last Updated: Thursday, October 25, 2012, 21:00

বাইসনের হামলায় দুই শ্রমিকের মৃত্যু ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল ডুয়ার্সের গেন্ত্রাপাড়া চা বাগান। আজ সকালে একটি দলছুট বাইসনের হামলায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছলে তাঁদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। ভাঙচুর করা হয় বন দফতরের দুটি গাড়ি। ঘুম পাড়ানি গুলি দিয়ে বাইসনটিকে বাগে আনা হয়। ডুয়ার্সের গেন্ত্রাপাড়া চা বাগান।