Last Updated: Tuesday, December 31, 2013, 12:19
মুখে সাড়ে ১৭ কেজির একটা বিরাট টিউমার নিয়ে প্রায় নড়তেই পারত না হুঙাং চুংসাই (Huang Chuncai)। টিউমারে চুংসাইয়ের মুখটাই পুরো ঢেকে গিয়েছিল। এর আগের দুবার অস্ত্রপচার করেও কিছুই লাভ হয়নি। ডাক্তাররাও বলছিলেন, টিউমারের প্রকৃতিটাই এমন সরিয়ে ফেলা হলে সেটা আবার মুখের অন্য কোথা দেখা যাবে।