Blue cow - Latest News on Blue cow| Breaking News in Bengali on 24ghanta.com
চা গ্রাম থেকে উদ্ধার হওয়া নীলগাইয়ের মৃত্যু

চা গ্রাম থেকে উদ্ধার হওয়া নীলগাইয়ের মৃত্যু

Last Updated: Monday, March 24, 2014, 23:32

বর্ধমানের চা গ্রাম এলাকা থেকে উদ্ধার হওয়া নীলগাইটির মৃত্যু হয়েছে রবিবার রাতে। তিনদিন আগে চা গ্রাম এলাকার বাসিন্দারা নীলগাইটিকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। বনকর্মীরা নীলগাইটিকে উদ্ধার করে রমনা বাগান অভয়ারণ্যে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয়েছে ওই প্রাণীটির। ময়নাতদন্তের পর জেলার অতিরিক্ত বনাধিকারিক জানিয়েছেন, রক্তচাপজনিত কারণেই মৃত্যু হয়েছে প্রাণীটির।