Bngalore - Latest News on Bngalore| Breaking News in Bengali on 24ghanta.com
আতঙ্কের মেয়েবেলা: <br>মেয়ে হওয়ার 'অপরাধ', বাবার পাশবিকতার শিকার দুই শিশু </br>

আতঙ্কের মেয়েবেলা:
মেয়ে হওয়ার 'অপরাধ', বাবার পাশবিকতার শিকার দুই শিশু

Last Updated: Tuesday, April 10, 2012, 15:17

চলতি বছরের গোড়ার দিকে ভাঙা হাত, শরীরে অসংখ্য মানুষের কামড়ের দাগ, ইস্ত্রির ছ্যাঁকা সহ আরও বেশ কিছু মানবিকতার সীমানা পেরিয়ে বহুদূর চলে যেতে পারা ক্ষত নিয়ে দিল্লির এইম্‌স-এ ভর্তি হয় ফলক। প্রায় দু`মাস যুদ্ধ করে মার্চ মাসের ১৫ তারিখ রাত ৯টা ৪০-এ তিন নম্বর হার্ট অ্যাটাকের কাছে হার মেনেছিল ফলক।