Bodhipith - Latest News on Bodhipith| Breaking News in Bengali on 24ghanta.com
প্রোমোটারকে দিয়ে প্রতিবন্ধী হোম স্থানান্তরের অভিযোগ কতৃপক্ষের বিরুদ্ধে

প্রোমোটারকে দিয়ে প্রতিবন্ধী হোম স্থানান্তরের অভিযোগ কতৃপক্ষের বিরুদ্ধে

Last Updated: Friday, March 21, 2014, 14:15

এবার কি তবে প্রোমোটারে থাবা মানসিক প্রতিবন্ধীদের হোমেও? অনন্তত এমনটাই অভিযোগ মানিকতলার মানুষের। তাঁদের দাবি, ২০ নাম্বার ওয়ার্ডের বোধিপীঠ হোমের বাড়িটি প্রমোটারকে দিয়ে আবাসিকদের সরিয়ে নিয়ে যেতে চাইছেন হোম কর্তৃপক্ষ। যদিও অভিযোগ মানতে নারাজ হোম কর্তৃপক্ষ।