Body recover - Latest News on Body recover| Breaking News in Bengali on 24ghanta.com
মা, ছেলের দেহ উদ্ধার বালিতে

মা, ছেলের দেহ উদ্ধার বালিতে

Last Updated: Saturday, March 15, 2014, 12:20

বালির দাওয়ানগাছিতলায় মা ও ছেলের দেহ উদ্ধার ঘর থেকে। স্বপ্না মিশ্র (৭০) ও তাঁর ছেলে ভাস্কর মিশ্রর(৪০) দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ভাস্কর শেয়ার বাজারে কাজ করতেন। পরিবারের তরফে জানানো হয়েছে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল দু`জনেই। সংসারে আর্থিক অনটন ছিল বেশকিছু দিন ধরে।