Last Updated: Monday, February 24, 2014, 21:30
উচ্ছেদের নোটিসে সাতদিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু চার দিনের মাথাতেই বনহুগলি টেনামেন্ট আবাসনে শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, ঠিকঠাক পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে এই উচ্ছেদ হচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই ভাঙা হবে বনহুগলির টেনামেন্ট স্কিম আবাসন। উচ্ছেদ ঘিরে জটিলতায় দু হাজার আটে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সমস্ত নিয়ম-নির্দেশ জলে গেল। সোমবার থেকে বিটি রোড সংলগ্ন বনহুগলি টেনামেন্ট আবাসনে উচ্ছেদ অভিযান শুরু করে দিল রাজ্য সরকারের পুনর্বাসন দফতর।